• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আইসিইউতে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০২:৫৪ পিএম
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আইসিইউতে

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আইসিইউতে আছেন। লিভারজনিত সমস্যার কারণে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার তথ্যটি নিশ্চিত করে ডা. মামুন আল মাহতাব বলেন, “সাবেক আইনমন্ত্রী লিভারজনিত জটিলতায় ভুগছেন।  তাকে আমার অধীনে ল্যাবএইডে ভর্তি করা হয়েছে।”

জটিলতা বেড়ে গেলে গত ১৮ জানুয়ারি রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চারবার করোনা টেস্ট করানো হয়েছে। কিন্তু রেজাল্ট নেগেটিভ এসেছে বলে জানান তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

Link copied!